বিনোদন ডেস্ক: সম্প্রতি নগ্ন হয়ে বিয়ে করার ঘোষণা দিয়ে তুমুল বিতর্কের জন্ম দেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। আগামী ৩১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’ রিয়েলিটি শো-এর প্রতিযোগী দীপক কালালের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল।
কিন্তু এর মধ্যেই হঠাৎ দীপক কালাল একটি ভিডিওতে দাবি করেন, তাদের বিয়ে ভেঙে গেছে। এই ঘটনায় জন্ম দেয় আরো একটি নতুন বিতর্কের। কিন্তু সেই বিতর্ক শেষ না হতেই আবারো সংবাদের শিরোনাম হলেন রাখি।
ধর্ষণ প্রবণ ভারতে পুরুষদের চাহিদা মেটাতে এবার তিনি নিয়েছেন এক নতুন উদ্যোগ।
তিনি এবার বাজারে আনতে যাচ্ছেন তার নিজের আদলে তৈরি ‘সিলিকন সেক্স ডল’।
সম্প্রতি মুম্বাইয়ে এক সাংবাদিক সম্মেলনে এমন ঘোষণাই দিয়েছেন রাখি। তিনি জানান, খুব শিগগিরই বাজারে আসতে যাচ্ছে রাখি সাওয়ান্তের সিলিকন পুতুল, যা পুরুষদের জৈবিক চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রাখির বক্তব্য, দেশে ধর্ষণ রোধ করার জন্যই এই ‘সেক্স ডল’ তৈরি করা হচ্ছে। ধূসর রংয়ের পোশাক পরা এই রাখি-পুতুলের দাম হবে ৭ হাজার রূপি।
প্রসঙ্গত, সাংবাদিক সম্মেলনে রাখির পাশে দেখা গেছে বন্ধু দীপক কালালকেও। বিয়ে ভেঙে যাওয়ার পরেও দু’জনে কীভাবে এক সঙ্গে, তা নিয়ে চলছে জল্পনা।