শনিবার, ২৫শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ২৫শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ২৫শে জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রজব ১৪৪৬ হিজরি

২০৬ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করল বিএনপি শরীকদের জন্য ছেড়ে দিল ৯৪ আসন

প্রভাতী ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন জোট জাতীয় ঐক্যফ্রন্ট ও শরীকদের কতটি আসন ছাড়বে বিএনপি সেটা নিয়ে তফসিল ঘোষণার পরপরই চলছিল নানা হিসাব-নিকাশ আর দর কষাকষি।

অবশেষে শরিকদের জন্য আসন চূড়ান্ত করেছে বিএনপি। জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের শরিকদের জন্য ৯৪টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি।

শুক্রবার সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শরিকদের জন্য ৯৪টি আসন রেখে বিএনপির ২০৬ প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা অনেক প্রতিকূল অবস্থার মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছি। গণতান্ত্রিক অন্দোলন ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির অংশ হিসেবে আমরা এ নির্বাচনে আছি।

জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের প্রার্থীদের নাম শনিবার ঘোষণা করা হবে বলেও জানান মির্জা ফখরুল।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print