Search

রবিবার, ২রা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ২রা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ২রা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি

দামপাড়া পুলিশ লাইনের ভেতরে ঢালু রাস্তা দিয়ে নামার সময় ‘ব্রেক ফেইল’ করে বাসটি

চট্টগ্রামে নারী পুলিশের বাস দূর্ঘটনায় ২৭জন নারী সদস্য আহত

১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে

চট্টগ্রামে নারী পুলিশ সদস্যদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ২৭ জন সদস্য  আহত হয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দামপাড়া এলাকায় সদর দফতরের ভেতরে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর আহত নারী পুলিশ সদস্যদের মধ্যে ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

এদিকে সিএমপি থেকে জানানো হয়েছে, আহত বাকি পুলিশ সদস্যদের দামপাড়াস্থ বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

পুলিশের ওই নারী সদস্যরা দামপাড়া পুলিশ লাইন্স থেকে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচে দায়িত্ব পালনের জন্য সাগরিকার শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে যাচ্ছিলেন।

এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স) মো. হাসান মোস্তফা স্বপন।

তিনি বলেন, ‘সাগরিকা স্টেডিয়ামে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ডিউটিতে যাচ্ছিলেন সিএমপির নারী পুলিশ সদস্যরা। তাদের বহনকারী বাসটি দামপাড়া পুলিশ লাইনের ভেতরে ঢালু রাস্তা দিয়ে নামার সময় ‘ব্রেক ফেইল’ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসটি সড়কের পাশে গাছের সঙ্গে আটকে দেওয়ার চেষ্টা করেন চালক। এসময় বাসটি উল্টে ২৭ পুলিশ সদস্য আহত হন।’

দুর্ঘটনায় পড়া বাসটি পুলিশের নিজস্ব নয় জানিয়ে উপ-কমিশনার স্বপন আরও বলেন, ‘আহতদের কারও অবস্থা গুরুতর নয়। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print