Search

শনিবার, ১লা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ১লা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ১লা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি

ছাত্রদল নেতা ওয়াসিমসহ ৩ জনকে হত্যার ঘটনায় গ্রেফতার

মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক সিএমপি কমিশনারকে

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি থেকে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন তিনি

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-আন্দোলনের সময় ছাত্রদল নেতা ওয়াসিমসহ ৩ জনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।

সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলামকে আজ ট্রাইব্যুনালে হাজিরের দিন ধার্য ছিল। গত ১৫ অক্টোবর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল তাঁকে হাজিরের নির্দেশ দিয়েছিলেন।

বৃহস্পতিবার সকালে পুলিশ তাঁকে ট্রাইব্যুনালে হাজির করলে আদালত তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শহীদ ওয়াসিম ছাড়া নিহত অন্য দুজন হলেন—শহীদ ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুক।

প্রসিকিউশনের পক্ষ থেকে প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান ট্রাইব্যুনালে মামলার অগ্রগতি প্রতিবেদন তুলে ধরে জানান, এ ঘটনায় সাইফুলের প্রাথমিক সত্যতা মিলেছে।

প্রসিকিউশন জানায়, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় তিনজনকে হত্যার ঘটনায় সাবেক সিএমপি কমিশনারের সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে।

এছাড়া, তাঁর বিরুদ্ধে ছাত্র-জনতার বিরুদ্ধে ২৫টিরও বেশি মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার ও নির্যাতনের প্রাথমিক অভিযোগ পাওয়া যায়। এরই ধারাবাহিকতায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাইফুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

উল্লেখ্য, চান্দগাঁও থানার একটি মামলায় সাবেক এই সিএমপি কমিশনার চলতি বছরের ১২ ফেব্রুয়ারি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। নিহত কলেজছাত্র ওয়াসিম আকরাম কোটা সংস্কার আন্দোলনের সময় ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে প্রাণ হারান। একই বছরের ১৮ আগস্ট তাঁর মা জোছনা বেগম পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print