
চট্টগ্রামের পটিয়ায় সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে পটিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সালমান নাদিমের নেতৃত্বে পৌরসভার বাহুলী এলাকায় অবৈধ গ্যাস ক্রস ফিলিং কারখানায় অভিযান করা হয়েছে। শুক্রবার(৩১ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ৪৬০টি গ্যাস সিলিন্ডার, ১টি গ্যাস ক্রস ফিলিং মেশিন (হাওয়া মেশিন), ১টি মিনি ট্রাক এবং গ্যাস ক্রস ফিলিং করার অন্যান্য উপকরণ জব্দ করা হয়। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
ক্যাম্প কমান্ডার সালমান নাদিম জানান, এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চলমান থাকবে।
পাঠক সংখ্যাঃ 74









