Search

রবিবার, ২রা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ২রা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ২রা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি

পিআর সম্পূর্ণ রাজনৈতিক বিষয়

ডিসেম্বরে তফসিল, ফেব্রুয়ারিতে রমজানের আগেই নির্বাচন

গণভোটের বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসেনি

গণভোটের বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসেনি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেছেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তরবর্তী সরকার। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এসময় ইসি আনোয়ারুল বলেন, গণভোট নির্বাচনের আগে হবে না পরে হবে সে বিষয়ে এখনো নির্বাচন কমিশনের কাছে কোনো প্রস্তাব বা নির্দেশনা আসেনি। সরকার কীভাবে প্রস্তুতি নিচ্ছে, সে তথ্য আমাদের কাছে পৌঁছায়নি। সিদ্ধান্ত হলে সবাইকে জানানো হবে।

তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতে রমজান শুরুর আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা ইতোমধ্যে নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ করেছি। ডিসেম্বরের প্রথম ভাগেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। পিআর ইস্যু নিয়ে প্রশ্নের জবাবে কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, এটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। এ বিষয়ে মন্তব্য করতে চাই না। রাজনৈতিক সিদ্ধান্ত কী হয়, সেটির অপেক্ষায় আছি। নির্বাচন প্রস্তুতি প্রসঙ্গে তিনি আরও বলেন, কমিশনের আইন অনুযায়ী শাপলা-কলিসহ আরও বেশ কয়েকটি প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। যারা এখনো আন্দোলনে আছে, তাদের বিষয়টিও আমাদের নজরে রয়েছে। আশা করছি, গণমাধ্যমের সহযোগিতায় আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারব।

এছাড়া, প্রবাসী ও কারাবন্দী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে নেয়া উদ্যোগের কথাও তুলে ধরে তিনি বলেন, প্রবাসী ভোটারদের নিবন্ধন কার্যক্রম নভেম্বর মাস থেকে শুরু করা হবে। একই সঙ্গে যারা কারাগারে রয়েছেন তারাও যেন ভোট দিতে পারেন সে ব্যবস্থাও কমিশন গ্রহণ করেছে। এ সময় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print