Search

বৃহস্পতিবার, ১৬ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ

বৃহস্পতিবার, ১৬ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার, ১৬ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রবিউস সানি ১৪৪৭ হিজরি

২০২২ সালে একাধিক বার বলৎকারের ঘটনা ঘটে

চট্টগ্রামে ছাত্রকে বলাৎকারের দায়ে মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ডাদেশ

গ্রেপ্তারের পর শিক্ষক ইসমাইল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন

চট্টগ্রাম নগরের দারুল উলুম মাদরাসার শিক্ষক মো. ইসমাইলকে (৪৭) ছাত্রকে বলাৎকারের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

সোমবার (১৩ অক্টোবর) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. সাইদুর রহমান গাজী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মো. পারভেজ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালে ভিকটিম ছাত্রকে নগরীর দারুল উলুম মাদরাসার হিফজুল কোরআন বিভাগে ভর্তি করানো হয়। ভর্তি হওয়ার পর শিক্ষক ইসমাইল তাকে একাধিকবার ইচ্ছার বিরুদ্ধে বলাৎকার করেন। সর্বশেষ ২০২২ সালের ২৬ সেপ্টেম্বর রাতে মাদরাসার ছয়তলার গোসলখানায় নিয়ে ছাত্রটিকে জোরপূর্বক বলাৎকার করা হয়।

ঘটনাটি মাদরাসা পরিচালনা কমিটি জানতে পারলে ভিকটিমের মা চকবাজার থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর শিক্ষক ইসমাইল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত কর্মকর্তা ২০২২ সালের ২৯ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। এরপর ২০২৩ সালের ১৪ জুন চার্জগঠন শেষে মামলায় বাদী, ভিকটিম, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ ৯ জন সাক্ষ্য দেন। সাক্ষ্য-প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট হায়দার মো. সোলাইমান ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আকবর আলী। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. ফোরকান।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print