
পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা গড়ে তুলতে এবং নবগঠিত নেতৃত্বকে পরিচিত করিয়ে দিতে শনিবার (১১ অক্টোবর) চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড় এলাকার এক রেস্তোরাঁয় “সেভ দ্যা নেচার অব বাংলাদেশ” এর চট্টগ্রাম মহানগর শাখার পরিচিতি সভা পবিত্র কোরআন তেলোওয়াতের মাধ্যমে শুরু হয়।
উক্ত সভায় মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ মারুফ উল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মহানগর শাখার সভাপতি জসিম উদ্দীন চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান ও সবুজ আন্দোলনের পথিকৃৎ আ ন ম মোয়াজ্জেম হোসেন রিয়াদ।
প্রধান অতিথি তার বক্তব্যে চট্টগ্রামের জলাশয় পুনরুদ্ধার, পাহাড় কেটে বসতি স্থাপন বন্ধ, শিশুদের খেলার মাঠ দখল করে বহুতল ভবন নির্মাণ রোধ, কলকারখানায় ইটিপি (Effluent Treatment Plant) বাধ্যতামূলক বাস্তবায়ন, মা নদী হালদাকে দূষণমুক্ত করা এবং কর্ণফুলী নদীকে দূষণের হাত থেকে রক্ষা করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, “প্রকৃতিকে রক্ষা না করলে উন্নয়ন টিকবে না। আমাদের উন্নয়ন হতে হবে প্রকৃতি ও মানুষের সহাবস্থানের ভিত্তিতে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক মোস্তাকিম মাহমুদ, সহ-সভাপতি এস এম মাসুদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা নিজেদের দায়িত্ব সম্পর্কে মতামত ও পরিকল্পনা তুলে ধরেন।
উক্ত প্রোগ্রামে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক সাব্বির ইসলাম ফারুখ, রিদুয়ানুল হক রিদু, জিয়াউল হক সোহেল, নজরুল ইসলাম, এস এম তানভীর, শিবলী নোমান রিফাত, সহ-সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুল ইসলাম আকাশ, দফতর সম্পাদক সালেহ নুর নাসিম, সহ-দফতর সম্পাদক নিয়াজ মোর্শেদ খান, প্রচার সম্পাদক সাংবাদিক সাদ্দাম হোসাইন সাজ্জাদ, সহ-প্রচার সম্পাদক মোঃ বখতিয়ার হোসেন রাজু, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম সুমন, অর্থ সম্পাদক লোকমান শিকদার, সহ-অর্থ সম্পাদক নুর আলম, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হাবীবুর নবী সোহেল, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ফয়সাল জিয়া, ছাত্র বিষয়ক সম্পাদক মোবারক বিন মাহির, সদস্য মোঃ আইয়ুব খান, হাসান মুরাদ ও সিফাতুর রহমান।
সভায় বক্তারা নবগঠিত কমিটির উদ্যোগে নগরজুড়ে পরিবেশ রক্ষায় গণসচেতনতা কর্মসূচি, সাপ্তাহিক কর্মশালা, বৃক্ষরোপণ ও জলাশয় সংরক্ষণে ধারাবাহিক কার্যক্রম গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
পরিশেষে নবনির্বাচিত কমিটির সবাইকে পরিচিতি করণ ও ফুল দিয়ে বরণ করে নেন প্রধান অতিথি আ ন ম মোয়াজ্জেম হোসেন রিয়াদ।