Search

বুধবার, ১৫ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ

বুধবার, ১৫ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ বুধবার, ১৫ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে রবিউস সানি ১৪৪৭ হিজরি

নৌ-পুলিশ, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, কোস্টগার্ড ও সিএমপি এই অভিযান চালায়

চট্টগ্রামে আড়াই টন মা ইলিশ জব্দ, লক্ষাধিক টাকা জরিমানা

জব্দ করা মাছগুলো স্থানীয় এতিমখানা, মাদরাসা ও সমাজসেবামূলক সংগঠনে বিতরণ করা

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী মৎস্যজীবী ঘাটে সাগর থেকে আসা চারটি ফিশিংবোট থেকে প্রায় আড়াই হাজার কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। এ সময় চার বোটের চার জনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) সকালে নৌ-পুলিশ, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়, কোস্টগার্ড ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এই অভিযান পরিচালনা করে।

সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে নিষিদ্ধ সময়ে সাগর থেকে ইলিশ ধরার তথ্য পেয়ে আকমল আলী ঘাট এলাকায় অভিযান চালানো হয়। এসময় সাগর থেকে ফেরত আসা চারটি ফিশিং বোটে থাকা আড়াই হাজার কেজি মা ইলিশ জব্দ করা হয়। চার জনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে, জব্দ করা মাছগুলো স্থানীয় এতিমখানা, মাদরাসা ও সমাজসেবামূলক সংগঠনে বিতরণের জন্য জেলা প্রশাসনের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে বলে জানায় চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।

উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে ২২ দিনের ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুতের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print