শুক্রবার, ৯ই মে ২০২৫ খ্রিস্টাব্দ

শুক্রবার, ৯ই মে ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার, ৯ই মে ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জিলকদ ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম নগর ছাত্রদলের মতবিনিময় সভা শেষে কেন্দ্রীয় নেতাসহ আটক ৫ !

এম. জিয়াউল হক: কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের মতবিনিময় সভা শেষে পাঁচ নেতাকে আটক করেছে পুলিশ।

তবে সভা শেষে নেতাকর্মীরা চলে যাওয়ার সময় মহানগরীর নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে পুলিশ বিনা কারণে লাঠিচার্জ ও ফাঁকা গুলি চালিয়ে ত্রাস সৃষ্টি করেছে বলে দাবী করে ছাত্রদলের নেতৃবৃন্দ।

মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এসময় পুলিশ কেন্দ্রিয় ছাত্রদলের দুই নেতাসহ ৫ জনকে আটক করেছে। তবে ছাত্রদলের পক্ষ থেকে দাবী করা হয় পুলিশ ১২ নেতাকর্মীকে আটক করেছে।

আটককৃতরা হলেন- কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক মাহমুদ আলম সর্দার  (৩৪), সহ-সম্পাদক মোহাম্মদ মাঈনুদ্দিন নীলয় (৩৫), চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু (৪৩) ঢাকা মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল (৩৪) এবং পটিয়া পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মো. বেলাল (৩০)।

নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহ জানান, কমিটি গঠন উপলক্ষ্যে চট্টগ্রামে আগত কেন্দ্রিয় ছাত্রদলের প্রতিনিধি দলের সাথে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের তৃণমূল নেতাকর্মীদের মতবিনিময় সভার আয়োজন ছিল নাসিমন ভবনের মাঠে। রাত ৯টার দিকে সভা শেষে কর্মসূচি নিয়ে বৈঠকের সময় পুলিশ  কার্যালয় মাঠে প্রবেশ করে বিনা কারণে কেন্দ্রিয় ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি শ্রাবনকে আটকের চেষ্টা করলে নেতারা বাধা দিয়ে আটকের কারণ জানতে চায়। এতে পুলিশ মারমুখি হয়ে লাঠি পেটা এবং ফাঁকা গুলি চালায়। আমাকে সহ বেশ কয়েকজনকে আটক করে গাড়ীতে তুলে নেয়। আমি পুলিশের চোখ ফাঁকি দিয়ে গাড়ি থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যাই। এতে আমিও আহত হই।

কোতোয়ালী থানার ওসি মো. মহসীন ৫ ছাত্রদল নেতাকে আটকের বিষয়টি স্বীকার করলেও বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করে বলেন বিষয়টি নিয়ে উপ কমিশনার স্যার কথা বলবেন। তবে পুলিশ ৪ রাউন্ড গুলি চালিয়েছে বলে জানান ওসি মহসীন।

নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান বলেন, ‘ছাত্রদল নেতারা নগর শাখার কমিটি গঠন নিয়ে মিটিং করছিলেন। সেখানে তারা নিজেরা মারামারি করেন এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে আমাদের ওপরও হামলা করে তারা। এতে ৩জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এরপর আমরা ৫জনকে আটক করেছি। দুটি ককটেল উদ্ধার করেছি।’

উল্লেখ্য, শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ১১টায় কেন্দ্রীয় সহ-সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণের নেতৃত্বে চট্টগ্রাম আসেন বিভাগীয় সাংগঠনিক টিম।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print