প্রভাতী ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখার নতুন কমিটি গঠন করার উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান’র নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় ছাত্রদল কর্তৃক গঠিত চট্টগ্রাম বিভাগীয় টিমের সাথে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের নেতাকর্মীদের মতবিনিময় সভা (২৮ জানুয়ারী) দুপুর ২টায় শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে।
মহানগর ছাত্রদল সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু’র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ। সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি কেএমএস মুসাব্বির শাফি, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক এ বি এম মাহমুদ আলম সর্দার, সহ সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন নিলয়, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন মোহাম্মদ শহীদ, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এইচ এম রাশেদ খান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ সাব্বির, মহানগর ছাত্রদলের সহ সভাপতি এ কে এম ফজলুল হক সুমন, জসিম উদ্দিন চৌধুরী, জিয়াউর রহমান জিয়া, সিনিয়র যুগ্ন সম্পাদক মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান, জমির উদ্দিন নাহিদ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী রওনকুল ইসলাম শ্রাবণ বলেন, শহীদ জিয়ার হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে শক্তিশালী ও সুসংগঠিত করার মাধ্যমেই দেশের হারানো গণতন্ত্র ও লুন্ঠিত ভোটাধিকার ফিরে পাবার আন্দোলনকে আরো বেগবান করা সম্ভব। জাতীয়তাবাদী ছাত্রদলকেই আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন গড়ে তুলতে হবে। দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রতীক আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি বিনা গণতন্ত্রের মুক্তি সম্ভব নয়। আন্দোলনকে গতিশীল করার জন্য প্রয়োজন গতিশীল নেতৃত্ব। তাই জাতীয়তাবাদী ছাত্রদলকে আরো সুসংগঠিত ও শক্তিশালী করার দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা এখানে এসেছি। ফ্যাসিবাদী সরকার আওয়ামিলীগের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন গড়ার শপথ নিয়ে আমাদের রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে।
এর আগে মহানগরের তৃণমূল নেতা-কর্মীরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে কমিটি গঠন নিয়ে মতামত ব্যক্ত করেন। নেতা-কর্মীরা ২০০০ সালকে স্ট্যান্ডার্ড করে কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন প্রত্যাশা করেন। এক্ষেত্রে বিবাহিত শর্তটি বাদ দেওয়ার অনুরোধ জানানো হয়।