বুধবার, ১৬ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ

বুধবার, ১৬ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ বুধবার, ১৬ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি পেয়েছে ঐক্যফ্রন্ট

প্রভাতী ডেস্ক : অবশেষে আগামীকাল ২৭অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করার অনুমতি মিলেছে জাতীয় ঐক্যফ্রন্টের। লালদিঘীর মাঠে অনুমতি চেয়ে আবেদন করলেও  পুলিশ নগরীর নাসিমন ভবনস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দিয়েছে।

আজ শুক্রবার সকালে সমাবেশের অনুমতির বিষয়টি নগর পুলিশের পক্ষ থেকে নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ানকে মৌখিকভাবে জানানো হয়েছে।

এ বিষয়ে নগর পুলিশের উপ-কমিশনার (বিশেষ শাখা) মো. আব্দুল ওয়ারিশ খান বলেন, শর্তসাপেক্ষে ঐক্যফ্রন্টকে নাসিমন ভবন প্রাঙ্গনে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে। শর্ত ভঙ্গ করলে যে কোন সময় অনুমতি বাতিল করা হবে।

এদিকে সমাবেশের অনুমতি পাওয়ার পর বেলা ১১টা থেকে চট্টগ্রামে ঐক্যফ্রন্টের নেতারা জরুরি প্রস্তুতি বৈঠকে বসেছেন। নাসিমন ভবনে এই বৈঠক চলছে।

বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপি প্রস্তুতি বৈঠক করবে। এতে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান উপস্থিত থাকবেন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print