Search

রবিবার, ৩১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ৩১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ৩১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি

ঐক্যফ্রন্ট যত হুশিয়ারী দিক না কেন তাদের কোন দাবীই মানা হবে না-ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক : ঐক্যফ্রন্ট যত হুমকী-ধমকী দিক না কেন তাদের কোন দাবীই মানা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  তিনি শুক্রবার ঢাকার উত্তরায় মেট্রোরেল প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “সাত দফার এক দফাও মানা হবে না, এগুলো অযৌক্তিক দাবি।”

সিলেটে ঐক্যফ্রন্টের সমাবেশ থেকে দেওয়া হুমকিতেও কোনো চাপ অনুভব না করার কথা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “এত বড় ঐক্যফ্রন্ট! কয়টা লোক হল? বড় বড় বাঘা বাঘা নেতারা সেখানে গেলেন বোমা ফাটাতে, জনগণের সাড়া কি মিলেছে? কোনোদিন মিলবে না। বাংলাদেশের ইতিহাস বলে, আন্দোলনে যারা বিজয়ী হতে পারে না, নির্বাচনেও তারা বিজয়ী হতে পারে না।”

তিনি আরো বলেন, “নিরপেক্ষ সরকারের দরকার কী? নিরপেক্ষ নির্বাচন কমিশন তো আছে। নির্বাচন যখন হবে, তখন নির্বাচন হবে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে। এই নির্বাচন কমিশন পুরোপুরি নিরপেক্ষ।

“আর পরিবর্তনের সময় কই, মহামান্য রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করে এই নির্বাচন কমিশন গঠন করেছে। এখানে বিএনপির লোকও তো আছে।”

ইসিতে মতভেদের বিষয়ে মন্ত্রী কাদের বলেন, “এটা কি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যে পাঁচজন সর্বসম্মত না দিলে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না? এখানে পাঁচজনের মেজরিটি যা বলে, তাই সিদ্ধান্ত। এটা বিভক্তি নয়।”

তিনি বলেন, “বিএনপি কতটা দেউলিয়া যে এখন আবার সংস্কার পন্থীদেরও নেওয়া হয়েছে। দলের লোকজনকে সংস্কারপন্থি বলে কোনঠাসা করে রেখেছিল বিএনপি। এখন এই লোকরা এসে আন্দোলনে শক্তি জোগাবে, এটা বিশ্বাস করা কঠিন। তাছাড়া ফখরুল সাহেব নিজেও সংস্কারবাদী ছিলেন।”

কৃষক, শ্রমিক, জনতা লীগের বঙ্গবীর কাদের সিদ্দিকী সাত দফা সমর্থনের প্রতিক্রিয়া নিয়ে জানতে চাইলে তিনি বলেন, “করুক, আরও বাড়ুক তারা। নেতায় নেতায় ঐক্য হোক, তাতেও জনসমর্থন পাবে না।”

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print