রবিবার, ১৬ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ১৬ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ১৬ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রমজান ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে বেশিরভাগ শপিংমল না খোলার সিদ্ধান্ত ব্যবসায়ী নেতৃবৃন্দের !

প্রভাতী ডেস্ক : আগামী রবিবার (১০ই মে) চট্টগ্রামের অধিকাংশ মার্কেটই না খোলার পক্ষে সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী সংগঠনগুলো।

চট্টগ্রামের বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ শুক্রবার (৮ই মে) দুপুরে এক জরুরি বৈঠক করে সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।

মিমি সুপার মার্কেটের মাঠে সামাজিক দূরত্ব নিশ্চিত করে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বিপণী বিতান (নিউ মার্কেট) সহ চট্টগ্রামের অধিকাংশ মার্কেটের নেতৃবৃন্দ সম্মিলিতভাবে মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

চট্টগ্রামে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করেন বলে জানিয়েছেন একাধিক ব্যবসায়ী নেতা।

অবশ্যই টেরিবাজার, রিয়াজউদ্দিন বাজার, তামাকুমণ্ডি লেইন এবং ইউনুস্কো সেন্টারের ব্যবসায়ীরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন আগামীকাল শনিবার।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print