
দেশের ক্রান্তিলগ্নে করোনার মহামারীর ভয়াবহ পরিস্থিতিতে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে দিনমজুর ও খেটে খাওয়া পরিবারের পাশে দাড়িয়েছেন চট্টগ্রাম মহানগর শাখার চান্দগাঁও থানা ছাত্রলীগ।
সোমবার (১৩ এপ্রিল) রাত ৯ টার দিকে চাঁন্দগাও থানার বেশ কিছু এলাকায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আবু সাঈদ সুমন এর সার্বিক সহযোগিতায়, চান্দঁগাও থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল আলম বাবুর নেতৃত্বে মধ্যবিত্ত, নিন্ম মধ্যবিত্ত ও নিন্মবিত্ত মানুষদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করে চান্দগাঁও থানা ছাত্রলীগ।
কর্মসূচীতে আরো উপস্থিত ছিলেন,চান্দঁগাও থানা ছাত্রলীগ নেতা মিরাজুল আরেফিন,শাকিল মাহমুদ,ফরহাদুল আলম, মোঃ মাহিম,৬ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মিনহাজুল আলম এবং মাহাবুল আলম মুন্না প্রমুখ।