Search

মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ

মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রবিউস সানি ১৪৪৭ হিজরি

সাইফুল ইসলাম ফেনীর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন

চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক সাইফুল ইসলাম

চট্টগ্রামসহ দেশের চার জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে সরকার

চট্টগ্রামসহ দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। অন্য তিন জেলা হলো ফেনী, মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জ। বুধবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ অধিশাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামকে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি এর আগে ফেনীতে দায়িত্ব পালনকালে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন এবং দক্ষ প্রশাসক হিসেবে সুনাম অর্জন করেন।

একই প্রজ্ঞাপনে আরও জানানো হয়—মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মনিরা হককে ফেনীর জেলা প্রশাসক, বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মানকে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফসানা বিলকিসকে মাদারীপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে গত ২১ সেপ্টেম্বর নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রামের ডিসি হিসেবে বদলি করা হয়েছিল। তবে তিনি দায়িত্ব গ্রহণের আগেই ২৪ দিন পর সেই আদেশ বাতিল করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রশাসনিক ও কর্মদক্ষতার বিবেচনায় এই নতুন নিয়োগ দেওয়া হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print