চট্টগ্রামসহ দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। অন্য তিন জেলা হলো ফেনী, মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জ। বুধবার (১৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ অধিশাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামকে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি এর আগে ফেনীতে দায়িত্ব পালনকালে উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন এবং দক্ষ প্রশাসক হিসেবে সুনাম অর্জন করেন।
একই প্রজ্ঞাপনে আরও জানানো হয়—মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মনিরা হককে ফেনীর জেলা প্রশাসক, বিদ্যুৎ বিভাগের উপসচিব মোহাম্মদ সোলায়মানকে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফসানা বিলকিসকে মাদারীপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে গত ২১ সেপ্টেম্বর নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রামের ডিসি হিসেবে বদলি করা হয়েছিল। তবে তিনি দায়িত্ব গ্রহণের আগেই ২৪ দিন পর সেই আদেশ বাতিল করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রশাসনিক ও কর্মদক্ষতার বিবেচনায় এই নতুন নিয়োগ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :
Copyright © 2025 বাংলার প্রভাতী. All rights reserved.