এম. জিয়াউল হক : করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চট্টগ্রাম নগরীতে বন্ধ করে দেওয়া খাবার-রেস্টুরেন্টগুলো খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট কিছু শর্ত মেনে চলতে হবে।
রবিবার দুপুরে নগর পুলিশ কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। এতে চট্টগ্রামের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবিরসহ উচ্চ পদস্থ কর্মকতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হওয়ার পর নগর পুলিশ কমিশনার আলাদাভাবে চিঠি দিয়ে নগরীর সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এই সংক্রান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দেন।
খাবার দোকানগুলো খোলার অনুমতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) এবিএম আবু বকর সিদ্দিক বলেন, নগর পুলিশ কমিশনার নগরের খাবারগুলো খোলা রাখার বিষয়ে শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছেন। এসব শর্ত ভঙ্গ হলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।
শর্তগুলোর মধ্যে রয়েছে-
*ক্রেতারা খাবার সংগ্রহ করে বাসায় নিতে পারবেন।
*রেস্টুরেন্ট বা দোকানে ভেতরে খাবার পরিবেশন করা যাবে না।
*স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে খাবার সংগ্রহ করতে হবে।
*দোকানে আড্ডা দেওয়া যাবে না।
*খাবার তৈরি থেকে বিক্রি পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলতে হবে।
*প্রত্যেক খাবার দোকানের সামনে হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা থাকতে হবে ও পার্শ্বেল বিধি মেনে চলতে হবে।