শনিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ

শনিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ শনিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি

দূরবীন ফাউন্ডেশন’র মাতৃভাষা দিবস উদযাপন

২১শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে “দূরবীন ফাউন্ডেশন” শহীদ মিনারে পুষ্পাঞ্জলি প্রদানের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি গ্রহণ করে এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ। এই কর্মসূচীর মাধ্যমে

শহীদ মিনারে আগতরা সকল ভাষা শহীদদের স্মরণে এক লাইনে লিখে মনের অনুভূতি প্রকাশ করার সুযোগ পায়।

উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য এম. এ. লতিফ এবং কোতোয়ালি থানার (সিএমপি) অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মুহসিন এবং দূরবীন ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা মোঃ আফজাল সুলতান সাফি।

আফজাল সুলতান সাফি বলেন, ৫২’র সকল ভাষা শহীদদের স্মরণে আমরা “দূরবীন ফাউন্ডেশন” আয়োজন করেছি প্রভাতী বেলায় শহীদ মিনারে পুষ্পাঞ্জলি প্রদানের পাশাপাশি সকল শহীদের স্মরণে এক লাইনে অনূভুতি প্রকাশের সুযোগ। শহীদ মিনারে আগতরা নিজ নিজ জেলার ভাষায় শহীদদের স্মরণে লিখেছেন। তারা নিজ নিজ জেলার ভাষায় অনূভুতি প্রকাশ করতে পেরে অনেক আনন্দিত হয়েছেন। ভাষা শহীদদের জন্য আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ আমাদেরকে আনন্দিত ও গর্বিত করেছে।

কর্মসূচীতে উক্ত সংগঠনের সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রুবেল, মুন্না, আসিফ, হাসিবুল, ইমন প্রমুখ। – বিজ্ঞপ্তি

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print