মঙ্গলবার, ১৫ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ

মঙ্গলবার, ১৫ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ মঙ্গলবার, ১৫ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম -৮ আসনের উপ-নির্বাচনে নৌকার মাঝি মোছলেম !

প্রভাতী ডেস্ক: সকল জল্পনা – কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী- চান্দগাঁও-পাঁচলাইশ আংশিক) আসনে আওয়ামী লীগ থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ।

৯ডিসেম্বর সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এ মনোনয়ন দেওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি, দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে পার্লামেন্টারি বোর্ডে থাকা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম-৮ আসনে উপনির্বাচনে নৌকার মাঝি হিসেবে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদকে মনোনয়ন দিয়েছেন।

দলটির উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন গণমাধ্যমকে জানায়, চট্টগ্রাম-৮ (পাঁচলাইশ- চাঁন্দগাও-বোয়ালখালী) আসনটি মহাজোটের। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট গঠনের পর বিগত সংসদ নির্বাচনগুলোতে এই আসনটি জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মঈন উদ্দীন খান বাদলকে ছেড়ে দিয়েছিল আওয়ামী লীগ।

এদিকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম নিয়েছিলেন মোট ১৪ জন। তাঁরা হলেন- দক্ষিণ জেলা আ.লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ, নগর আ.লীগের সহ-সভাপতি ও সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, নগর আ.লীগের কোষাধ্যক্ষ ও সিডিএ’র সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম, প্রয়াত সাংসদ মঈন উদ্দিন খান বাদলের সহধর্মিণী সেলিনা খান বাদল, নগর আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী, প্রবাসী আওয়ামী লীগ নেতা ও আওয়ামী লীগের কৃষি বিষয়ক উপ-কমিটির সদস্য মোহাম্মদ এমরান, নগর আ.লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, নুরুল ইসলাম বিএসসি’র বড় ছেলে মুজিবুর রহমান, এস.এম. কফিল উদ্দিন, দিলোয়ারা ইউসুফ, নগর আ.লীগের কার্যনির্বাহী সদস্য ও সাবেক কাউন্সিলর প্রকৌশলী বিজয় কৃষাণ চৌধুরী, পারভেজ হাসান মান্নান, এটিএম রিয়াজ খান ও আশেক রসুল খান।

তফসিল অনুযায়ী চট্টগ্রাম-৮ (চাঁন্দগাও-বোয়ালখালী) আসনের উপনির্বাচন ১৩ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোট চলবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১২ ডিসেম্বর। যাচাই-বাছাই ১৫ ডিসেম্বর। প্রত্যাহারের শেষ দিন ২২ ডিসেম্বর। এ আসনে সবগুলো কেন্দ্রে ইভিএমে ভোট হবে।

প্রসঙ্গত, সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল ৭ নভেম্বর মারা যান। তার মৃত্যুতে বিধিমালা অনুযায়ী চট্টগ্রাম-৮ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print