শুক্রবার, ৯ই মে ২০২৫ খ্রিস্টাব্দ

শুক্রবার, ৯ই মে ২০২৫ খ্রিস্টাব্দ শুক্রবার, ৯ই মে ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ই জিলকদ ১৪৪৬ হিজরি

ছোট কারাগার থেকে বড় কারাগারে এসেছি- জামিনে মুক্তির পর সোহেল

প্রভাতী ডেস্ক: ১০ মাস পর নারায়ণগঞ্জ কারাগারে থেকে মুক্তি পেয়েছেন বিএনপি যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সাবেক ছাত্রনেতা হাবিব উন -নবী -খান সোহেল। বৃহস্পতিবার সন্ধ্যা ৭:০৫ টায় বের হন তিনি। কারাগারের গেটে তাকে অভ্যর্থনা জানান বিএনপির নেতাকর্মীরা। এ সময় সোহেলের স্ত্রী ও দুই কন্যা উপস্থিত ছিলেন।

নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি বলেন, “ছোট কারাগার থেকে বড় কারাগারে এসেছি। বেগম জিয়ার মুক্তির জন্য সংগ্রাম চালিয়ে যাব, প্রয়োজনে আবারো কারাগারে যাব।”

গত বছর ৫ ফেব্রুয়ারি হাবিব উন নবী খান সোহেলকে তুলে নেয়ার অভিযোগ করেছিল বিএনপি। পরে তার মেয়ে জানান, তিনি নিরাপদ আছেন। এরপর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন ছাত্রদলের সাবেক বর্ষীয়ান সভাপতি সোহেল।

সর্বশেষ খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর তাঁর মুক্তির দাবিতে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করেন সোহেল। বিএনপির একটি মানববন্ধন চলাকালে সোহেলকে আটকের চেষ্টা করে গোয়েন্দা পুলিশ। তবে সবার চোখে ধুলো দিয়ে পালিয়ে যান তিনি। এরপর আর জনসমক্ষে তাকে দেখা যায়নি। গত বছর ১ সেপ্টেম্বর নয়াপল্টনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভায় বক্তব্য দিয়ে তিনি আবারো চলে যান আত্মগোপনে। ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশানের গোল চত্বর থেকে তাকে আটক করে পুলিশ।

সোহেলের বিরুদ্ধে মোট ৬৩৮টি মামলা রয়েছে। সব মামলায় জামিনে রয়েছেন তিনি।

এর আগে সোমবার (৮ জুলাই) যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া হাবিব-উন-নবী খান সোহেলকে গ্রেফতার ও কোনো প্রকার হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print