স্বনামধন্য পেশাজীবি সাংবাদিক সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি (সি.আর.ইউ) এর নাম এবং ভুয়া নিবন্ধন ব্যবহার করে ২৯-৩০ সেপ্টেম্বর ২০১৭ ইং তারিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ ও একই বিভাগের সহকারী অধ্যাপক জনাব মাধব দীপ এর কাছে প্রকৃত সত্য গোপন করে তাঁদের স্বাক্ষর সৃজন করে কথিত প্রশিক্ষণের নামে জাল সনদ সৃজন ও বিভিন্ন সংবাদ কর্মীদের মাঝে অত্র জাল সনদ বন্টন করে পুরো সাংবাদিক সমাজের সাথে প্রতারণা করায় সংগঠনের ভুয়া সভাপতি পরিচয় দিয়ে স্বাক্ষরকারী জনৈক কিরণশর্মাসহ প্রতারকদের বিরুদ্ধে ৩০ এপ্রিল বিজ্ঞ আদালতে ৫০ কোটি টাকার মানহানী ও ক্ষতিপূরণ মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হলেন চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি (সি.আর.ইউ) এর সাধারণ সম্পাদক আলমগীর নূর। মামলা নং – ৯৮০/৩০/২০১৯ ইং। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (PBI) কে তড়িৎ আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গতঃ উক্ত জাল সনদে প্রশিক্ষক হিসেবে স্বাক্ষর প্রদানকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষাবিদ জনাব আবুল কালাম আজাদ ও জনাব মাধব দীপকে মামলা মোকাবেলা রাজ স্বাক্ষী করা হয়েছে।-বিজ্ঞপ্তি