নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন বাস্তুহারা ক্ষুদ্র শুটকি উৎপাদন ও বিপণন সমিতি ( রেজিঃ ১২৩১২) এর ৩য় বারের মতো সদ্য অনুষ্ঠিত তৃবার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে নব নির্বাচিত সভাপতির উপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন, সমিতির নব নির্বাচিত সভাপতি আজগর হোসেন (৩৮), মো: সাহাব উদ্দীন (৪৫) এবং মো: আফজল হোসেন (৩৫) । এছাড়া হামলার সময় সাহাব উদ্দীনের সাথে থাকা ৫০,০০০ ছিনতাই হয়েছে বলেও জানান তিনি। শুক্রবার আনুমানিক রাত দশটার দিকে বাকলিয়া শহীদ এন.এম.এম.জে কলেজের পূর্ব পাশে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম ক্ষুদ্র শুটকি উৎপাদন ও বিপণন সমবায় সমিতির নব নির্বাচিত সভাপতি আজগর হোসেন তার কয়েকজন সমর্থক নিয়ে কলেজের পূর্ব পাশের একটি চা দোকানে বসে ছিলেন। এ সময় সমিতির সাবেক সভাপতি আব্দুর শুক্কুরের নেতৃত্বে আরিফ, শের আলী, আনিস, সিরাজ মিয়া এবং ফরিদসহ ১০-১৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে অতর্কিতভাবে তাদের উপর হামলা করে। স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে চমেক পুলিশ ফাঁড়ির হামিদুর রহমান বলেন, সদ্য অনুষ্ঠিত শুটকী সমিতির নির্বাচনে পরাজিত পক্ষ বিজয়ীদের উপর হামলা করেছে। এ ঘটনায় আহত ৩জনকে চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদেরকে ২৮ নং ওয়ার্ডে পাঠিয়ে দেন এবং তারা বর্তমানে চিকিৎসাধীন আছেন।
ঘটনার ব্যাপারে জানতে চাইলে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) প্রণব চৌধুরী বলেন, বাস্তুহারা এলাকার শুটকী ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ গেলে হামলাকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করতে পারে নি। এখনো কেউ মামলা করতে থানায় আসে নি।
উল্লেখ্য, গত ১১ই এপ্রিল ৩য় বারের মতো সমিতির তৃবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আজগর হোসেন আব্দুর শুক্কুরকে বিপুল ভোটে পরাজিত করে সভাপতি নির্বাচিত হন। পরাজিত হওয়ায় আব্দুর শুক্কুর আজগর হোসেনের উপর ক্ষিপ্ত ছিলেন বলে জানান কতিপয় শুটকী উৎপাদনকারী।