শনিবার, ১০ই মে ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ১০ই মে ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ১০ই মে ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই জিলকদ ১৪৪৬ হিজরি

বাবার ইমামতিতে জানাযার পর দাদীর পাশে চির নিদ্রায় শায়িত হলেন নুসরাত

প্রভাতী ডেস্ক: টানা ১০৮ ঘণ্টা আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ফেনীর অগ্নিদগ্ধ নুসরাত জাহান রাফি।বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে নুসরাতের মরদেহ তার গ্রামে পৌঁছালে সেখানে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। নুসরাতকে বহনকারী অ্যাম্বুলেন্সটি সোনাগাজীর উত্তর চর চান্দিয়ায় পৌঁছানোর আগেই হাজার হাজার মানুষ জড়ো হন।

বিকাল ৫টা ৫৩ মিনিটে চর চান্দিয়া সাবের পাইলট স্কুল মাঠে নুসরাতের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন নুসরাতের বাবা মাওলানা একেএম মুসা।প্রিয়কন্যার এমন মর্মান্তিক মৃত্যুতে শোকাহত বাবা নিজেই পড়িয়েছেন মেয়ের জানাজার নামাজ।

জানাজায় স্থানীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিফটন, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার, অতিরিক্ত জেলা প্রসাশক এনামুল করিম,
সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুল আনম, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু, জাতীয় পার্টির জেলা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খন্দকার ও পৌর মেয়র রফিকুল ইসলাম খোকন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল পারভেজ প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print