বাঁশখালী প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী থানাধীন শেখেরখীল ইউনিয়নের মৌলভী বাজার এলাকায় শুক্রবার রাত ৮টায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। পুড়ে ছাঁই হয়ে গেছে ১টি বাড়ি ও ৪টি দোকান। এতে অনেক ক্ষয়ক্ষতির আশংকা রয়েছে।
অগ্নিকান্ডের সূত্রপাত গ্যাসের চুলা থেকে হয়েছে বলে জানা যায়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট করে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবী, আগুন লাগার পর এলাকাবাসী পাম্প মেশিনের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, পরে তারা ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় ৩ঘন্টা পরে আগুন নিয়ন্ত্রণ করে।