Search

বুধবার, ১২ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

বুধবার, ১২ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ বুধবার, ১২ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি

চকবাজারের ভয়াবহ অগ্নিকান্ডের উদ্ধার অভিযান সমাপ্ত, ৭৮ লাশ উদ্ধার

প্রভাতী ডেস্ক : রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাতের ১৫ ঘণ্টা পর উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়েছে। অভিযানে সর্বশেষ ৭৮টি মৃতদেহের সন্ধান পাওয়া গেছে।আজ বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ দুপুরে সাংবাদিকদের বলেন, ‘আমরা এ পর্যন্ত আমাদের মর্গে ৬৭টা লাশ পেয়েছি। আরো ১১টা লাশ আমাদের হাসপাতালের মর্গে আছে। এই নিয়ে মোট লাশের সংখ্যা ৭৮। এদের মধ্যে কিছু লাশের চেহারা দেখে শনাক্ত করা সম্ভব হবে। কিছু লাশ শনাক্ত করতে ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন হবে। আর কিছু ডিএনএ প্রোফাইলিংয়ের মাধ্যমে শনাক্ত করব।’

এর আগে সকালে আগুন নেভানোর পর তল্লাশি চালিয়ে ৭০টি লাশ উদ্ধারের কথা জানায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। লাশগুলো ব্যাগে ঢুকিয়ে তারা ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

অগ্নিকাণ্ডে আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন অন্তত ৪০ জন। এর মধ্যে বার্ন ইউনিটে আছেন ৯জন।

আগুনে চকবাজার চুড়িহাট্টা শাহী মসজিদের পাশের অন্তত ৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ভবনে বিভিন্ন দোকানের পাশাপাশি ছিল রাসায়নিক, প্লাস্টিক ও প্রসাধন সামগ্রীর গুদাম। এসব স্থানে দাহ্য পদার্থ থাকার কারণে আগুন দ্রুত ছড়ায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

উল্লেখ্য,রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের ভবনে বুধবার দিবাগত রাত ১০টা ১০ মিনিটে আগুন লাগে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print