Search

মঙ্গলবার, ২৮শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ

মঙ্গলবার, ২৮শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার, ২৮শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি

কলেজ শিক্ষার্থীদের জুয়ায় আসক্ত করে তুলছিল এ দুই মাস্টার মাইন্ড

পেকুয়ায় সেনা অভিযানে 1xbet এর ২ মাস্টার এজেন্ট গ্রেফতার

তাদের বিরুদ্ধে সাইবার অধ্যাদেশ আইনে মামলা

কক্সবাজারের পেকুয়ায় সেনা অভিযানে অনলাইন জুয়া (1x bet) এর সক্রিয় ২ মাস্টার এজেন্টকে আটক করা হয়েছে। ‎দীর্ঘদিন ধরে পেকুয়া চকরিয়ায় অনলাইন জুয়ায় লাখ লাখ টাকা লেনদেনে সক্রিয় থেকে উঠতি বয়সের যুবক, কলেজ শিক্ষার্থীদের জুয়ায় আসক্ত করে তুলছিল এ দুই মাস্টার মাইন্ড, এমনই অভিযোগ আটককৃতদের বিরুদ্ধে।

‎রবিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৭ টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের সাবেক গুলদি ব্রীজের পার্শ্ববর্তী চায়ের দোকান থেকে সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটক করা হয় এ দুই অনলাইন জুয়ার মাস্টার এজেন্টদের। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

‎আটককৃতরা হলেন, পেকুয়া সদর ৬নং ওয়ার্ডের সরকারিঘোনা এলাকার আবদুল হকের ছেলে মোঃ ইমতিয়াজুল হক (২৮) ও একই এলাকার আহমদ কবিরের ছেলে রাহাতুল ইসলাম (২৫)।

‎জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে অনলাইন প্রযুক্তি ব্যবহার করে (1x bet) জুয়ার লাখ লাখ টাকা লেনদেনের ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইলে (1x bet) এর মাস্টার এজেন্টের লেনদেনে ৬১ লক্ষ টাকা ব্যালেন্সের প্রমাণ পাওয়া গেছে। আটক হওয়ার আগেও তাদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইলে ৮ লক্ষ টাকা লেনদেনের কথা স্বীকার করেন তারা।

‎আটকের বিষয় নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, যৌথ বাহিনীর অভিযানে অনলাইন জুয়ায় সম্পৃক্ত ২ জনকে আটক করে। আটককৃতরা অনলাইন জুয়ায় লেনদেনের এজেন্ট। তাদের বিরুদ্ধে সাইবার অধ্যাদেশ আইনে মামলা রুজু করার প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print