
নিজস্ব প্রতিবেদক: কারাবন্দি ছেলেকে মুক্ত করতে ধানের শীষে ভোট চাইলেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী ডা. শাহাদাত হোসেনের মা শায়েস্তা খানম। বৃহস্পতিবার বিকেলে নির্বাচনী প্রচারের শেষ দিনে নগরীর বাদশা মিয়া রোডের বাস ভবনে সংবাদ সম্মেলনে ভোটারদের কাছে এ আবেদন জানান তিনি।
সংবাদ সম্মেলনে শায়েস্তা খানম বলেন, ‘আমার ছেলেকে গ্রেপ্তার করে অমানবিক নির্যাতন করা হয়েছে। আমরা বাসায় থাকতে পারছি না। নির্বাচনী প্রচার করতে পারছি না। ’
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ‘ধানের শীষে ভোট দিয়ে আমার ছেলেকে মুক্ত করবেন এই অনুরোধ করছি। মা হয়ে ছেলের জন্য এই সামান্য অনুরোধ করছি। ’
সংবাদ সম্মেলনে কারাবন্দি শাহাদাতের প্রধান নির্বাচন সমন্বয়ক এড: বদরুল আনোয়ার বলেন, ‘আমাদের প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় পদে পদে বাধা দেওয়া হয়েছে, গায়েবি মামলা দেওয়া হয়েছে, গ্রেপ্তার অব্যাহত আছে। ভোটের প্রচার সবার জন্য। কিন্তু আমরা সে জায়গায় যেতে পারছি না। নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তা, পুলিশ প্রশাসনের কাছে অভিযোগের পরও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না দাবি করে তিনি বলেন, ‘আমরা এ দেশের নাগরিক।কিন্তু বিচার চেয়েও পাচ্ছি না। ’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা একরামুল করিম, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এডভোকে মোহাম্মদ দেলোয়ার হোসেন, চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন, অধ্যাপক নসিরুল কদির প্রমুখ।