বুধবার, ৪ঠা ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ

বুধবার, ৪ঠা ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ বুধবার, ৪ঠা ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জমাদিউস সানি ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চ’র স্মারকলিপি প্রদান

প্রভাতী ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুচিকিৎসা প্রদানের জন্য বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চের উদ্যোগে ৪ অক্টোবর বেলা ২ টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। এই সময় উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চের প্রধান সমন্বয়ক এডভোকেট এম. আনোয়ার হোসেন, চট্টগ্রাম মহানগর বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট আবদুস সাত্তার, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী, বেগম খালেদা জিয়া মুক্তিমঞ্চের অন্যতম সমন্বয়ক এডভোকেট মোঃ রফিকুল হক, সমন্বয়ক এডভোকেট দিদারুল আলম সুমন, এডভোকেট জায়েদ বিন রশিদ,এডভোকেট সাহাব উদ্দিন কুতুবী, এডভোকেট আবু নাছের বিন হাসেম, এডভোকেট লোকমান শাহ, এডভোকেট তৌহিদ হোসেন সিকদার, সমন্বয়ক এমদাদুল ইসলাম রুবেল, মো.ইয়াছিন আরাফাত, সাইদউল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।স্মারকলিপিতে উল্লেখ করা হয় তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট মিথ্যা ও ভিত্তিহীন মামলায় গত ৮ ফেব্রুয়ারী ’১৮ ইং তারিখে ৫ বছর কারাদন্ড দিয়ে জেল হাজতে বন্দি রাখা হয়েছে। রায়ের তারিখ থেকে প্রায় ৮ মাস সময় যাবৎ বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় বিনা বিচারে জেল হাজতে বন্দি রাখা হয়েছে।তাঁর বিরুদ্ধে সর্বমোট ৩৪টি মামলা দেওয়া হয়েছে। তৎমধ্যে ৩২টি মামলায় জামিনে আছেন। বাকী মামলা জামিন শুনানীর জন্য অপেক্ষমান রয়েছে। বর্তমানে তিনি অসুস্থ বিধায় তাকে সুচিকিৎসার স্বার্থে অপরাপর মামলাসমূহে জামিন প্রদান পূর্বক মুক্তি প্রদান অতীব জরুরী।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print