বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ

বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই শাবান ১৪৪৬ হিজরি

সর্বমোট মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩০৬৫ জন

প্রভাতী ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ২৮১ জন, বিএনপির ৬৯৬ জন, জাতীয় পার্টির ২৩৩ জন, অন্যান্য রাজনৈতিক দলের ১ হাজার ৩৫৭ জন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৪৯৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সর্বমোট ৩০৬৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি জানান, আওয়ামী লীগের প্রার্থীরা ২৬৪ আসনে এবং বিএনপির প্রার্থীরা ২৯৫ মনোনয়নপত্র দাখিল করেছেন।

গতকাল বুধবার নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছিলেন যে, ৩০০টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৩০৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে আজ বৃহস্পতিবার তিনি জানান, প্রকৃতপক্ষে মোট মনোনয়নপত্র জমা পড়েছে ৩০৬৫। গতকাল তড়িঘড়ি করে হিসাব দেওয়ায় গড়মিল হয়েছে।

সচিব বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত ৩৯টি দলের সবগুলোই প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছে।

নির্বাচন কমিশনের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশ আওয়ামী লীগের (নৌকা) ২৮১ জন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির (ধানের শীষ) ৬৯৬ জন, জাতীয় পার্টি-জাপার (লাঙ্গল) ২৩৩ জন, জাতীয় পার্টি-জেপির (বাইসাইকেল) ১৭ জন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবির (কাস্তে) ৭৭ জন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের (মই) ৪৯ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের (মশাল) ৫৩ জন, গণফোরামের (উদীয়মান সূর্য) ৬১ জন, বিকল্পধারা বাংলাদেশের (কুলা) ৩৭ জন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (তারা) ৫১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) ২৯৯ জন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের (বটগাছ) ২৬ জন, কৃষক শ্রমিক জনতা লীগের (গামছা) ৩৭ জন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি- এলডিপির (ছাতা) ১৫ জন, বাংলাদেশের সাম্যবাদী দলের (চাকা) ৩ জন, গণতন্ত্রী পার্টির (কবুতর) ৮ জন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (কুঁড়ে ঘর) ১৪ জন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (হাতুড়ি) ৩৩ জন, জাকের পার্টির (গোলাপ ফুল) ১০৮ জন, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির (গরুর গাড়ি) ১১ জন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের (ফুলের মালা) ২০ জন, বাংলাদেশ মুসলিম লীগের (হারিকেন) ৪৯ জন, ন্যাশনাল পিপলস পার্টির (আম) ৯০ জন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (খেজুর গাছ) ১৫ জন, গণফ্রন্টের (মাছ) ১৬ জন, বাংলাদেশ ন্যাপের (গাভী) ৪ জন, বাংলাদেশ জাতীয় পার্টির (কাঁঠাল) ১৩ জন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের (চেয়ার) ২৮ জন, বাংলাদেশ কল্যাণ পার্টির (হাতঘড়ি) ৫ জন, ইসলামী ঐক্যজোটের (মিনার) ৩২ জন, বাংলাদেশ খেলাফত মজলিশের (রিকশা) ১২ জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের (মোমবাতি) ২১ জন, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার (হুক্কা) ৬ জন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির (কোদাল) ৩০ জন, খেলাফত মজলিশ( দেয়াল ঘড়ি) ১২ জন, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএলের (হাত পাঞ্জা) ১৭ জন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (ছড়ি) ১ জন ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফের (টেলিভিশন) ৭১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

এসব মনোনয়নপত্র বাছাই শুরু হবে ২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১০ ডিসেম্বর। ভোটগ্রহণ হবে ৩০ ডিসেম্বর।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print