নিজস্ব প্রতিবেদক: ৩০ নভেম্বর শুক্রবার বিকেল ৪টার দিকে চট্টগ্রামের চাক্তাই এলাকার পূরবী সিনেমা হলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সেখানকার একটি সুতার মিলে অগ্নিকাণ্ডের ঘটনা থেকে এর সূত্রপাত হয় বলে জানা যায়।
প্রাথমিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিসের ১২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। সেখানকার এক প্রত্যক্ষদর্শী জানান, তুলার কারখানা তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যার কারণে পাশের পূরবী সিনেমা হলে আগুন লেগে যায়।
তিনি আরো জানান, সুতার কারখানা থেকে আগুন ছড়িয়ে পড়ে সিনেমা হলে। এরপর দাউ দাউ করে জ্বলতে শুরু করে। এক পর্যায়ে আগুনের তীব্রতায় হলের গ্লাস ভেঙে যেতে থাকে। এমনকি সিনেমা হলের সিটও পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান তিনি।
এদিকে, বাংলাদেশ চলচ্চিত্র বুকিং এজেন্ট সমিতির সভাপতি সারোয়ার ভূঁইয়া দিপু বলেন, পূরবী সিনেমা হল রোজার ঈদে সর্বশেষ চালু ছিল। সিনেমা হলের মালিক একবার গ্রেপ্তার হয়েছিলেন, তারপর থেকে হলটি বন্ধ।