Search

শনিবার, ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ৮ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি

চট্টগ্রামের বাঁশখালীতে সমাপনী পরীক্ষা কেন্দ্রে সন্তান প্রসব করল পরীক্ষার্থী ফাতেমা বেগম

বাঁশখালী প্রতিনিধি: বাঁশখালী উপজেলা সদরের বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে সকাল সাড়ে ১০টায় সমাপনী পরীক্ষার্থী ফাতেমা বেগম কন্যা সন্তান প্রসব করেছে। তার বয়স ১২ বছর। সে পূর্ব জলদি আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী এবং তার বাড়ি উত্তর জলদি নতুন দীঘির পাড় এলাকায়।

বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের হল সুপার শ্রীধর গুহ বলেন, পরীক্ষার খাতা ও গণিত প্রশ্ন পেয়ে ছাত্রীটি খাতায় লেখা শুরু করে। অঙ্ক শুরু করার সঙ্গে সঙ্গে অসুস্থতার কারণে পরীক্ষার হলে লুটে পড়ে সে। সেখানেই সন্তান প্রসব হয়।

বাঁশখালী উপজেলা হাসপাতালের গাইনি বিভাগের প্রধান নাহিদা বেগম মজুমদার বলেন, প্রসব হওয়া কন্যাসন্তানের ওজন ৩ কেজি। মা ও শিশু দু’জনই সুস্থ আছে।

ছাত্রীটি হাসপাতাল বেডে শুয়ে বলে, ‘১০ মাস আগে আমি স্কুল থেকে দুপুরে ছুটিতে ভাত খেতে যাওয়ার সময় নেজাম উদ্দিন, মান্নান ও সোনা মিয়া আমাকে জোর করে পাহাড়ে ধরে নিয়ে যায়। সেখানে হাত-পা বেঁধে তারা আমাকে ধর্ষণ করে। আমি লজ্জায় ঘটনাটি খুলে বলিনি।’

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, এক ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হবে। অন্য দোষীদের গ্রেফতার করা হবে

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print