Search

শনিবার, ১৫ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

শনিবার, ১৫ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ শনিবার, ১৫ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি

তাকে ধরতে চট্টগ্রাম, গোপালগঞ্জ, ঢাকা ও কক্সবাজারসহ বিভিন্ন স্থানে অভিযান

প্রধান উপদেষ্টাকে প্রাণনাশের হুমকি – বাঁশখালীর নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ইমরান কারাগারে

বাঁশখালীর প্রধান সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক ঝটিকা মিছিলেরও নেতৃত্ব দেন ইমরান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফেসবুক লাইভে এসে প্রাণনাশের হুমকি দেওয়া চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছাত্রলীগ নেতা শেফায়েতুল ইসলাম ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) ভোরে কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শেফায়েতুল ইসলাম ইমরান বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধুখালী গ্রামের মো. রেজাউল করিমের ছেলে । এলাকায় ছাত্রলীগ ক্যাডার হিসেবে পরিচিত তিনি। বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম গ্রেপ্তার প্রসঙ্গে বলেন, কক্সবাজার সদর থানা পুলিশের একটি টিম ইমরানকে গ্রেপ্তার করেছে বলে আমরা জানতে পেরেছি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান একই প্রসঙ্গে বলেন, গত ১৪ জুলাই ইমরান চৌধুরী নামের একটি ফেসবুক আইডি থেকে ১ মিনিট ৫৩ সেকেন্ডের একটি হুমকিমূলক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। প্রধান উপদেষ্টা ড. ইউনুসকে হুমকি দেওয়ার ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই ইমরান আত্মগোপনে থাকে। তাকে ধরতে চট্টগ্রাম, গোপালগঞ্জ, ঢাকা ও কক্সবাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছিল। দীর্ঘদিন ধরে ইমরান সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ উস্কানিমূলক বক্তব্য’ ছড়াচ্ছিলেন বলে জেনেছি।

তিনি আরও বলেন, গত রোববার (৯ নভেম্বর) বাঁশখালীর প্রধান সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক ঝটিকা মিছিলেরও নেতৃত্ব দেন ইমরান। সেই মামলায় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print