
অস্ত্রধারী সন্ত্রাসীদের দেখামাত্র ব্রাশফায়ার করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ। ওয়্যারলেস সেটে মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে কয়েক দফায় সিএমপির সদস্যদের উদ্দেশে তিনি এ নির্দেশনা দেন বলে জানা গেছে।
সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত কয়েক দফায় সিএমপি কমিশনার হাসিব আজিজ বেতার বার্তায় এ নির্দেশনা দেন। বার্তায় কমিশনার বলেছেন, ‘শর্টগান হবে না, চায়না রাইফেলও বাদ, এখন এসএমজি ব্রাশফায়ার মুডে থাকবে।’ এতে যেকোনো পরিস্থিতি এবং নাশকতা এড়াতে টহল টিমগুলোকে এসএমজি ছাড়াও শিশা শর্টগান, দুইটি গ্যাসগান এবং টিম ইনচার্জকে নাইন এমএম পিস্তল বহন করতে বলা হয়েছে। এছাড়া স্থায়ী চেকপোস্ট সাতটি থেকে বাড়িয়ে ১৩টি করার আদেশ দিয়েছেন তিনি।
বার্তায় সব দায় বহন করারও প্রতিশ্রুতি দিয়েছেন সিএমপি কমিশনার। তিনি পুলিশ কর্মকর্তাদের মনে করিয়ে দেন, পুলিশ সদস্যদের দণ্ডবিধি ৯৬-১০৬ পর্যন্ত আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার সম্পর্কে।
এ বিষয়ে মঙ্গলবার রাতে সিএমপি কমিশনার হাসিব আজিজ বলেন, চট্টগ্রামকে ফের অন্ধকার, জাহেলিয়াতের যুগে ফিরিয়ে নিতে চায় অস্ত্রধারী, সন্ত্রাসী ও অপরাধীরা। এটা হতে দেব না। এজন্য কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসীকে যদি মেরে ফেলতে হয়, মেরে ফেলব। কিন্তু চট্টগ্রামকে সন্ত্রাসের অভয়ারণ্য করতে দেব না। এজন্য যা যা করতে হয়, সবই করব।
এর আগে গত ৫ নভেম্বর সিএমপির বায়োজিদ বোস্তামী থানার চালিতাতলীর খন্দকারপাড়ায় চট্টগ্রাম-৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহর জনসংযোগ চলাকালে সন্ত্রাসীদের গুলিতে মারা যান সিএমপির তালিকাভুক্ত আরেক সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা। এ সময় গুলিতে আহত হন এরশাদ উল্লাহও। এর পরদিন একই এলাকায় গুলিতে আরও একজন আহত হন। এসব ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করায় মঙ্গলবার সিএমপি কমিশনার এমন কঠোর নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে।
এর আগে গত ১৩ আগস্ট আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে অভিযানে যাওয়া বন্দর থানার এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহত করা হয়। ওই ঘটনায় পুলিশের কোনো টহল দল কিংবা পুলিশি অভিযানের সময় কেউ অস্ত্র বের করলে আত্মরক্ষায় দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছিলেন সিএমপি কমিশনার। যদিও ওই বেতার বার্তা ফাঁসের ঘটনায় পুলিশ সদস্য অমি দাশকে গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে সিএমপি কমিশনারের বেতার বার্তা বিনা অনুমতিতে রেকর্ড করা এবং ছড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা হয়।









