মঙ্গলবার, ১৫ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ

মঙ্গলবার, ১৫ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ মঙ্গলবার, ১৫ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে নৌকার মাঝি হলেন যারা

নিজস্ব প্রতিবেদক: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনীত প্রার্থীদের চিঠি দেওয়া শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রবিবার সকাল ১০টার পর চিঠি দেওয়া শুরু হয়। তবে মনোনয়ন দেওয়ার সময় দলের সিদ্ধান্তে প্রার্থীতা প্রত্যাহারের জন্যও অঙ্গীকার নেওয়া হয়।

চট্টগ্রাম বিভাগের জেলা- মহানগরের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও মহাজোটের শরীকদের নৌকা প্রতীকের মনোনয়ন চিঠি পেয়েছেন ১৬ প্রার্থী।

নেতারা বলছেন, যারা নির্বাচনের টিকিট পেয়েছেন, তাদেরই এ চিঠি দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম-১ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) নজিবুল বশর মাইজভান্ডারী, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) মাহফুজুর রহমান মিতা, চট্টগ্রাম-৪ (সীতাকু–পাহাড়তলী) দিদারুল আলম, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। চট্টগ্রাম-৬ (রাউজান) এ বি এম ফজলে করিম, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) মঈনুদ্দিন খান বাদল, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম- ১০ (পাহাড়তলী-হালিশহর-খুলশী) ডা. আফসারুল আমিন, চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) এম এ লতিফ, চট্টগ্রাম-১২ (পটিয়া) সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) সাইফুজ্জামান জাবেদ, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়ার একাংশ) নজরুল ইসলাম, চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী। চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) মোস্তাফিজুর রহমান চৌধুরী।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print