নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেনকে আদালতে পুলিশের উপর হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
নগরের কোতোয়ালি থানা-পুলিশের আবেদনের প্রেক্ষিতে আজ সোমবার বেলা দেড়টার দিকে শুনানি শেষে মহানগর হাকিম শফি উদ্দিন এ আদেশ দেন।
ঢাকায় বিএনপির গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের দেখতে ৭ নভেম্বর ঢাকার আদালত প্রাঙ্গণে গিয়েছিলেন শাহাদাত। সেখান থেকে তাকে একটি মামলায় গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।