শনিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ

শনিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ শনিবার, ১৪ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি

প্রেমের টানে বরিশালে মার্কিন তরুণী

বরিশাল প্রতিনিধি: প্রেমের টানে ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিতে দ্বিধা করেনা প্রেমিক-প্রেমিকারা। প্রেমের টানে এইবার বরিশালের রং মিস্ত্রী অপু মন্ডলের ছুটে আসল যুক্তরাষ্ট্রের তরুণী (এক বৃদ্ধাশ্রমের সেবিকা) সারা মেরিয়ান(২৮)।  বছর খানেক আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় তাদের। তারপর নিয়মিত যোগাযোগ হতো। ধীরে ধরে তা প্রেমে রূপ নেয়। অবশেষে সেই প্রেমকে পরিপূর্ণ করতে যুক্তরাষ্ট্রের মিনাসোটা থেকে বরিশালে ছুটে এসেছেন প্রেমিকা সারা মেরিয়ান।

জানা যায়, বরিশাল নগরীর দুই নম্বর ওয়ার্ডের খ্রিষ্টান পাড়ার বাসিন্দা মাইকেল রবিন মন্ডলের একমাত্র ছেলে মাইকেল অপু মণ্ডলের সঙ্গে ফেসবুকে প্রেম ছিল সারা মেরিয়ানের। দু’জনেই খ্রিষ্টান হওয়ায় কাউকে ধর্মান্তরিত হতে হয়নি। ২২ নভেম্বর বৃহস্পতিবার ধর্মীয় রীতি অনুযায়ী তাদের মধ্যে আংটি বদলের মাধ্যমে বিয়ের প্রাথমিক অনুষ্ঠান সম্পন্ন হয়।

অপু জানান, ফেসবুকের মাধ্যমে সারা মেরিয়ানের সঙ্গে তার পরিচয়। এরপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সারা মেরিয়ান মিনাসোটার একটি বৃদ্ধাশ্রমের সেবিকা। গত ১৯ নভেম্বর তিনি বরিশালে আসেন। নগরীর একটি আবাসিক হোটেলে উঠে মুঠোফোনের মাধ্যমে খুঁজে নেন অপুকে।

সারা মেরিয়ান জানান, অপুর প্রেমের টানেই তিনি বাংলাদেশে এসেছেন। বিয়ের প্রাথমিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। অপুর পরিবারের সবাইকে তার খুব ভালো লেগেছে। বরিশালের প্রকৃতিও তাকে মুগ্ধ করেছে। আগামী ২৭ নভেম্বর তিনি যুক্তরাষ্ট্র ফিরে যাবেন। পরবর্তীতে কোনো এক সময় এসে বিয়ের চূড়ান্ত আনুষ্ঠানিকতা শেষে অপুকে নিয়ে পাড়ি জমাবেন যুক্তরাষ্ট্রে।

নগরীর দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর অ্যাডভোকেট মুরতজা আবেদীন জানান, বৃহস্পতিবার সারা মেরিয়ান ও অপুর মধ্যে আংটি বদল হয়েছে। এ উপলক্ষে অপুর পারিবারের উদ্যেগে ক্ষুদ্র পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেমের টানে মার্কিন তরুণীর এভাবে বরিশালে চলে আসা এবং নিম্নবিত্ত পরিবারের ছেলে অপুকে বিয়ে করার ঘটনায় স্থানীয়রা সবাই হতবাক। সেই সঙ্গে সারা মেরিয়ানের সরলতা ও আন্তরিকতা সবাইকে মুগ্ধ করেছে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print