এম.জিয়াউল হক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির মামলায় কারাগারে গেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তিনি যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ভাই।
চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রানী রায় তার জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষে চারটি মামলায় জামিনের আবেদন করা হয়। এর মধ্যে তিনটিতে জামিনের আদেশ হয়। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে করা মামলাটিতে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করা হয়।
উল্লেখ্য, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২০১৮ সালের ২৯ মে ফটিকছড়িতে এক আলোচনা সভায় অতিথির বক্তব্যে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর পরিণতি বঙ্গবন্ধুর চেয়েও খারাপ হবে। ওই বক্তব্য নিয়ে একটি স্থানীয় দৈনিকে প্রতিবেদনও প্রকাশিত হয়। ঘটনার পরের দিন ফটিকছড়ি থানায় মামলাটি করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন। মামলায় স্থানীয় বিএনপি নেতা সারওয়ার আলমগীরসহ আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়।