প্রভাতী ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে ঢাকায় দলটির মনোনয়ন প্রত্যাশীদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে সাক্ষাৎকার নিচ্ছেন, তাতে এই মুহূর্তে নির্বাচন কমিশনের (ইসি) কিছু করার নেই বলে জানিয়েছেন ইসি সচিব। আজ সোমবার ইসির বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
বিকেলে ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, কমিশনের বৈঠকে তারেক জিয়ার ভিডিও কনফারেন্সের ব্যাপারে আলোচনা হয়েছে। কিন্তু এ ব্যাপারে ইসির এই মুহূর্তে করার কিছু নেই মর্মে সিদ্ধান্ত হয়েছে।
উল্লেখ্য,তারেকের ভিডিও কনফারেন্সে সাক্ষাতকারের বিষয়টি নিয়ে ইসির কাছে অভিযোগ করে আওয়ামীলীগ।