প্রভাতী ডেস্ক: রবিবার রাত থেকে দেশে সব ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ও মোবাইল অপারেটরদের স্কাইপি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিটিআরসি।
বিটিআরসি র বরাত দিয়ে একটি ইংরেজি সংবাদমাধ্যমে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন। সে কারণে স্কাইপি বন্ধ করা হয়েছে। তবে ওই সূত্রগুলো নিজেদের নাম প্রকাশ করতে রাজি হয়নি বলে খবরে উল্লেখ করা হয়েছে।
বিশ্বস্থ সূত্রে জানা যায়, তারেক রহমানের ভিডিও কনফারেন্সে সাক্ষাতকারের বিষয়ে ইসিতে অভিযোগের পরেও ইসি কোন ব্যবস্থা না নেওয়ায় সরকার এই সিদ্ধান্ত নেয়।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের একটি সূত্র জানিয়েছে, বিটিআরসির ওই নির্দেশনা পাওয়ার তারা স্কাইপি বন্ধ করে দিয়েছে। বর্তমানে বাংলাদেশে স্কাইপির সব সেবা বন্ধ রয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠানে লন্ডন থেকে স্কাইপে যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির শীর্ষ নেতাদের নিয়ে গঠিত মনোনয়ন বোর্ডের পাশাপাশি তিনিও সাক্ষাৎকারে অংশ নিচ্ছেন।
বিএনপির সূত্র জানায়, মনোনয়নপ্রত্যাশীদের কাছে তাদের রাজনৈতিক ইতিহাস, দলের জন্য অবদান, এলাকায় কী করছেন, মামলা ইত্যাদি বিষয়ে প্রশ্ন করা হচ্ছে। প্রশ্ন করা হচ্ছে- এই ১২ বছর প্রার্থী সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি দলের দ্বারা কী ধরনের হয়রানির শিকার হয়েছেন? তৃণমূলের নেতাকর্মীদের পাশে কীভাবে ছিলেন? এবং নিজে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন? এলাকায় নিজের অবস্থান কতটা শক্তিশালী? আর যে সব প্রার্থীর মনোনয়ন পেতে পারেন এমন সম্ভাব্য বিএনপি নেতাদের কাছে জানতে চাওয়া হচ্ছে, ভোটের মাঠে শেষ পর্যন্ত টিকে থাকতে পারবেন তো?
মনোনয়নপ্রত্যাশী নেতারা বলছেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও জানতে চাচ্ছেন কেন দলের প্রার্থী হতে চাইছেন? দলের জন্য তিনি কী করেছেন? তৃণমূল ও এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ কেমন ইত্যাদি। শুধু প্রশ্ন করেই ক্ষান্ত হচ্ছেন না তারেক রহমান। মনোনয়ন বোর্ডের অন্য সদস্যদের সঙ্গে কথা বলার সময়ও পুরোটা সময় শুনছেন তারেক।
এর আগে গতকাল রবিবার সকাল সাড়ে ৯টার পর থেকে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় এ সাক্ষাৎকার শুরু হয়। সাক্ষাৎকার দিতে সকাল থেকে গুলশানের কার্যালয়ে আসতে শুরু করেন দলের মনোনয়ন প্রত্যাশী এবং তাদের সমর্থকরা।
প্রসঙ্গত, শুধুমাত্র স্কাইপি বন্ধ করা হলেও ভিডিও কনফারেন্স করার মতো অন্যান্য অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠানগুলো চালু রয়েছে।