Search

মঙ্গলবার, ৪ঠা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

মঙ্গলবার, ৪ঠা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার, ৪ঠা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জমাদিউল আউয়াল ১৪৪৭ হিজরি

সোমবার থেকে কঠোর লকডাউন : সব সরকারি- বেসরকারি অফিস বন্ধ থাকবে

প্রভাতী ডেস্ক : পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে কঠোর লকডাউন জারি করেছে সরকার। এ সময় সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। এর আগে ৩০ জুন পর্যন্ত ৭টি জেলায় কঠোর লকডাউন জারি করা হয়।

শুক্রবার(২৫ জুন) রাতে তথ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে।জরুরি পণ্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন শুধু চলাচল করতে পারবে।

জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। গণমাধ্যম এর আওতা মুক্ত থাকবে। এ বিষয়ে আরো বিস্তারিত আদেশ আগামীকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা হবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, কঠোর লকডাউনে কোন ধরণের প্রতিষ্ঠান খোলা থাকবে এবং খোলা থাকবে না সেসব বিষয়ে বিস্তারিত জানা যাবে শনিবার। তিনি বলেন এবারের লকডাউনে পুলিশের সাথে বিজিবি থাকবে, সাথে সেনাবাহিনীও মোতায়েনের সিদ্ধান্ত আসতে পারে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print