
প্রভাতী ডেস্ক : গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২০১ জনের মৃত্যু হয়েছে, যা দেশে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৫ হাজার ৫৯৩ জনের। মৃতের হার ১.৬০ শতাংশ। মৃতদের মধ্যে ১১৯ জন পুরুষ এবং ৮২ জন মহিলা।
এর আগে, গতকাল মঙ্গলবার একদিনে সর্বাধিক ১৬৩ জন মারা যাওয়ার রেকর্ড হয়েছিল। এছাড়া কয়েকদিন ধরে প্রতিদিনই মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে। গত ১ জুলাই ১৪৩, ২ জুলাই ১৩২, ৩ জুলাই ১৩৪ এবং ৪ জুলাই ১৫৩ জনের মৃত্যু হয়।বুধবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের ৬০৫টি পরীক্ষাগারে ৩৭ হাজার ১৪৭টি নমুনা সংগ্রহের পর ৩৫ হাজাপর ৬৩৯টি নমুনা পরীক্ষা করলে শনাক্ত হন ১১ হাজার ১৬২ জন। মোট শনাক্ত হন ৯ লক্ষ ৭৭ হাজার ৫৬৮ জন। শনাক্তের হার ৩১.৩২ শতাংশ। বিভাগভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি মৃত খুলনা বিভাগের ৬৬ জন ও দ্বিতীয় অবস্থানে ঢাকা বিভাগের ৫৮ জন। মৃতদের মধ্যে ৬০ উর্ধ বয়সের ১১৫ জন, ৫০ উর্ধ ৪৭ জন ও ৪০ উর্ধ ২৫ জন।
এই পর্যন্ত সারাদেশে নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৮,২৯,৮৩২ জনের এবং মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৫০ হাজার ৫০২ জন। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।