রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে এবার নিখোঁজ মিনুর বড় ছেলে

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির পরিবর্তে তিন বছর বন্দী থাকার পর মুক্তি পাওয়া সেই মিনুর মৃত্যু রহস্যজনক। তার মৃত্যুর পর এবার নিখোঁজ হলো তার বড় ছেলে ইয়াছিন (১২)। ইয়াছিন কয়েক বছর যাবত নগরের ষোলশহর রেলওয়ে স্টেশনে একটি দোকানে চাকরি করত। জানা যায়, ২৮ জুন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর ‘অজ্ঞাত’ হিসেবে মিনুর মরদেহ দাফন করা হয়।

কয়েকদিন ধরে মিনুর ভাই মো. রুবেল ভাগ্নে ইয়াছিনকে খোঁজাখুঁজি করেন। সর্বশেষ মঙ্গলবার ভাগ্নেকে খুঁজতে ষোলশহরের ওই দোকানে যান। কিন্তু দোকানটি ভেঙে ফেলায় তার খোঁজ মেলেনি।

মিনুর ভাই মো. রুবেল বলেন, মিনু আপার মৃত্যুর খবর জানার পর থেকে তার বড় ছেলে ইয়াছিনকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রথমে শুনেছিলাম দোকানের মালিকের সঙ্গে বাঁশখালী গিয়েছিল। কিন্তু ইয়াছিন যে দোকানে চাকরি করতেন সেটি এখন নেই। বিষয়টি পুলিশকে জানোনা হয়েছে।

মিনুর আইনজীবী অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ বলেন, যেদিন মিনুর মৃত্যুর খবর আসে, সেদিন থেকেই মিনুর ছেলের খোঁজ মিলছে না। আমরা এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত দাবি করছি।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, মিনুর মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। তবে তার সন্তানের নিখোঁজ হওয়ার বিষয়টিও জেনেছি। এ ব্যাপারে আমরা তদন্ত করব।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print