Search

বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা সফর ১৪৪৭ হিজরি

কান্না থামাতে আড়াই মাস বয়সী ছোট বোনকে কুপিয়ে হত্যা করলো আড়াই বছরের বড় বোন

প্রভাতী ডেস্ক : কক্সবাজারের পেকুয়া উপজেলায় বড় বোনের দায়ের কোপে আড়াই মাস বয়সী ছোট বোনের মৃত্যু হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। তাদের বসতঘরটি পাহাড়ের ওপরে। ঘরের ৫০০ মিটারের মধ্যে কোনো ঘরবাড়ি নেই।

পুলিশ ও শিশুটির পরিবার বলছে, আড়াই মাস বয়সী ছোট বোনের কান্না থামাতে আড়াই বছর বয়সী বড় বোন তাকে দা দিয়ে কোপ দেয়।

শিশুটির লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন পেকুয়া থানার এসআই এ টি এম আশরাফুল হক। তিনি বলেন, শিশুটির মুখে শুধু দায়ের কোপের চিহ্ন ছিল। তার মুখমণ্ডলে অন্তত আটটি কোপের চিহ্ন দেখা গেছে।

শিশুটির মা বলেন, শনিবার দুপুরে আড়াই মাস ও আড়াই বছরের দুই মেয়েকে নিয়ে তিনি ঘরের মেঝেতে ঘুমাচ্ছিলেন। এ সময় ঘরের পাশে একটি খোলা জায়গায় কয়েকজন শিশু ক্রিকেট খেলছিল। ক্রিকেট বল পড়ে পাহাড়ের ঢালুতে তার পানের বরজের ক্ষতি হচ্ছিল দেখে শিশুদের খেলতে বাধা দিতে যান তিনি। সেখান থেকে ঘরে ফিরে দেখেন, ঘরের মেঝেতে আড়াই মাসের মেয়েটির রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে। পাশে দা নিয়ে দাঁড়িয়ে ছিল আড়াই বছরের মেয়েটি। এ সময় সে বলে, মা বেশি কান্না করছিল। তাই কুপিয়েছি। এখন আর কান্না করছে না।

পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার বলেন, দুটি শিশুই অবুঝ। তাদের মা-বাবারও কোনো অভিযোগ নেই। এ কারণে মেয়েটির লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print