Search

মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা সফর ১৪৪৭ হিজরি

সাধারণ ছুটি না দেওয়া ভোটার কমানোর ষড়যন্ত্র :ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ভোটের দিন চট্টগ্রাম মহানগরীতে সাধারণ ছুটি ঘোষণা না করায় বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন প্রতিবাদ জানিয়ে বলেছেন, ‘ভোটাররা যাতে ভোটকেন্দ্রে যেতে না পারেন এবং কেন্দ্রে ভোটার উপস্থিতি বেশি না হতে পারে, সেজন্য পরিকল্পিতভাবে সরকারি ছুটি দেওয়া হয়নি।’ গতকাল রবিবার বিকেলে নগরীর উত্তর পতেঙ্গা, দেওয়ান বাজার ও বক্সিরহাট ওয়ার্ডে গণসংযোগকালে এ অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, চট্টগ্রাম শিল্প ও ব্যবসাবান্ধব নগরী, এখানে হাজার হাজার কলকারখানায় লাখ লাখ শ্রমিক কাজ করেন। ভোটের দিন ভোটাররা তাদের কর্মস্থলে না গিয়ে ভোটকেন্দ্রে কীভাবে যাবেন? ছুটি না দেওয়ায় ভোটার উপস্থিতি কমে যাবে। এই সুযোগে সরকারি দল তাদের প্রার্থীকে বিজয়ী করতে নগরীতে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে ভোটকেন্দ্র দখলের চেষ্টা চালাবে।

তিনি বলেন, ‘আমরা শুনতে পাচ্ছি নগরীর বিভিন্ন আবাসিক হোটেল, রেস্ট হাউজে চট্টগ্রামের আশপাশের এলাকার বহিরাগতরা অবস্থান করছে। এমনিতে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে যেকোনো নির্বাচনে ভোটারদের আস্থা নেই। ভোটাররা কেন্দ্রবিমুখ হয়ে পড়ছেন। ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য সাধারণ ছুটি ঘোষণাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা প্রয়োজন। যদিও সাধারণ ছুটি ঘোষণা না করে সরকার ভোটারদের কেন্দ্রবিমুখ করার জন্য ষড়যন্ত্র করছে।’

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print