Search

বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ, ৫ই সফর ১৪৪৭ হিজরি

ভোটের ৩দিন আগে নোমানকে সরিয়ে শাহাদাতের প্রধান এজেন্ট বক্কর: নেপথ্যে বিরোধিতা

প্রভাতী ডেস্ক : চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের দিন গণনা চলছে, আগামী ২৭শে জানুয়ারি নির্বাচন। নির্বাচনের ৩দিন আগে প্রধান নির্বাচনী এজেন্ট পরিবর্তন করেছে বিএনপি। দলীয় বিরোধের কারনে বিএনপি’র পক্ষ থেকে এমন সিদ্ধান্ত আসার কথা জানা গেছে। শনিবার বিএনপি’র মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের মিডিয়া সেলের সদস্য সচিব ইদ্রিস আলী প্রধান নির্বাচনী এজেন্ট বদলের খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিএনপি সূত্রে জানা গেছে, দলটির মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাতের প্রধান নির্বাচনী এজেন্ট হিসাবে কাজ করছিলেন দলটির প্রবীন নেতা ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। আবদুল্লাহ আল নোমানের প্রধান নির্বাচনী এজেন্ট হওয়ার বিষয়টি প্রথম থেকে মেনে নেয়নি দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু চৌধুরী মাহমুদ সহ দলের বৃহৎ একটি অংশ। তারা কেন্দ্রীয় নেতাদের কাছে নোমানকে সরিয়ে দিতে ধর্ণা দেয়। সর্বশেষ নির্বাচনে দলের কোন্দলের প্রভাব পড়ার আশংকায় কেন্দ্রীয় বিএনপি থেকে নতুন নির্বাচনী এজেন্ট হিসাবে চট্টগ্রাম মহানগর বিএনপি’র সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করকে দায়িত্ব দেয়া হয়।

চট্টগ্রাম নগর বিএনপিতে কেন্দ্রীয় নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল্লাহ আল নোমান ও মীর মোহাম্মদ নাছির উদ্দিন কেন্দ্রীক বিরোধ পুরানো। তাদের ৩ জনের আলাদা বলয় রয়েছে। ৩জনেরই বলয়ের অস্তিত্ব থাকলেও মীর নাছির উদ্দিন আর আব্দুল্লাহ আল নোমানের অনুসারীরা চট্টগ্রাম মহানগর বিএনপির রাজনীতিতে বর্তমানে কোনঠাসা। অন্যদিকে আমীর খসরু মাহমুদ চৌধুরী দলটির স্থায়ী কমিটির সদস্য হওয়ার পর থেকে তার গুরুত্ব কেন্দ্রেও বাড়তে থাকে। সর্বশেষ আবদুল্লাহ আল নোমানকে প্রধান নির্বাচনী এজেন্ট থেকে সরিয়ে দিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী তা আবারো প্রমান করেছেন।

তবে বিএনপি প্রার্থী ডা. শাহাদাত হোসেনের মিডিয়া সেলের সদস্য সচিব ইদ্রিস আলী এ ঘটনাকে স্বাভাবিকভাবে দেখছেন। ইদ্রিস আলী বলেন, দলের প্রধান নির্বাচনী এজেন্ট পরিবর্তন একটি স্বাভাবিক বিষয়। এখানে বিরোধের কোন কিছু আসেনি। ইদ্রিস আলী বলেন, নতুন নির্বাচনী এজেন্ট করা হয়েছে মহানগর বিএনপি’র সদস্য সচিব আবুল হাশেম বক্করকে। বিএনপি’র ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান কিছুটা অসুস্থ হওয়ার কারণে তাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print