বুধবার, ২রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

বুধবার, ২রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ বুধবার, ২রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

প্রয়োজন হলে নির্বাচনে সেনা মোতায়েন–ইসি রফিকুল

প্রভাতী ডেস্ক: প্রয়োজনে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম।

২৯ অক্টোবর সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

রফিকুল ইসলাম বলেন, ‘আমরা আশা করছি, কোনো কারণে যদি প্রয়োজন হয়, ভোটারদের আস্থা আনার জন্য অথবা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য সেনাবাহিনী মোতায়েন করা প্রয়োজন, আমরা অবশ্যই করব।’

আগের সব নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, উল্লেখ করে রফিকুল ইসলাম বলেন, এখানে একটা আস্থার বিষয় আছে। সেটা হচ্ছে, জনগণ মনে করে সেনাবাহিনী থাকলে ভালো হবে। এই প্রত্যাশার জন্যও মাঝে মাঝে নির্বাচনে সেনাবাহিনীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

তিনি আরো বলেন , ‘স্বরাষ্ট মন্ত্রণালয়ের অধীনে যেসব বাহিনী কাজ করে তাদের সহায়তা করার জন্য যদি সেনাবাহিনী প্রয়োজন হয়, যদি নির্বাচন কমিশন মনে করে, তাদের সহযোগিতা প্রয়োজন, তারা সহযোগিতা করে।’

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print