
প্রভাতী ডেস্ক : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পতেঙ্গা, ইপিজেড ও বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল হয়েছে। বুধবার (১৫ জুলাই) সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান এই বদলির আদেশ দেন।
সিএমপি সূত্রে জানা গেছে , সিএমপি উপ-কমিশনার (সদর) আমির জাফর স্বাক্ষরিত আদেশে পতেঙ্গা থানার ওসি উৎপল বড়ুয়াকে ইপিজেড থানায়, ইপিজেড থানার ওসি মীর মো. নুরুল হুদাকে বন্দর থানায় এবং কর্ণফুলী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ জোবাইর সৈয়দকে পতেঙ্গা থানার ওসি পদে বদলি করা হয়েছে।