
নিজস্ব প্রতিবেদক : ভার্চুয়াল নয়, নিয়মিত একচ্যুয়াল আদালত চালুর দাবিতে চট্টগ্রামে সাধারণ আইনজীবী পরিষদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বুধবার (১৫ই জুলাই) দুপুর ১২ টায় চট্টগ্রাম কোর্ট হিলস্থ সোনালী ব্যাংক চত্বর থেকে সাধারণ আইনজীবী পরিষদের উদ্যোগে আইনজীবীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জেলা ও দায়রা জজ আদালত চত্বর প্রদক্ষিন করে পুনরায় সোনালী ব্যাংক চত্বরে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন সাধারন আইনজীবী পরিষদের আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সাবেক পিপি এড. আব্দুস সাত্তার এবং সাধারন আইনজীবী পরিষদের সমন্বয়কারী এড. জহুরুল আলম।
বিক্ষোভ মিছিল শেষে সোনালী ব্যাংক চত্বরে সাধারন আইনজীবী পরিষদের আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সাবেক পিপি এড. আব্দুস সাত্তার ও সাধারন আইনজীবী পরিষদের সমন্বয়কারী এড. জহুরুল আলমের সভাপতিত্বে এবং এড. শামসুল ইসলামের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. কফিল উদ্দীন চৌধুরী, সাবেক সভাপতি এড. এ এস এম বদরুল আনোয়ার , সাবেক সাধারণ সম্পাদক এড. নাজিম উদ্দীন চৌধুরী, সিনিয়র আইনজীবী এড. আবদুস সাত্তার সরোয়ার, এড. তারিক আহমেদ, এড. এস ইউ এম নুরুল ইসলাম, এড. কাশেম চৌধুরী, এড. আবুল কালাম আজাদ, এড. আ জ ম ফজলুল হক বাবুল, এড. সেকান্দর বাদশা, এড. হায়দার মোঃ সোলায়মান, এড. আবুল হাসান শাহাবুদ্দিন, আইনজীবী সমিতির সহ-সভাপতি এড. আজিজুল হক চৌধুরী, এজিএস এড. কবির হোসেন, এড. ইফতেখার মহসিন চৌধুরী,এড. এম.আনোয়ার হোসেন, এড. কাশেম কামাল, এড. হারুন অর রশিদ, এড শফিউল হক চোধুরী সেলিম, এড. এরশাদুর রহমান রিটু, এড. হাসান মাহমুদ চৌধুরী, এড. আবছার উদ্দীন হেলাল, এড. নুরুল করিম এরফান, এড. ফিরোজ আলম, এড. মুর্শিদ আলম, এড. ইসকান্দর মির্জা সোহেল, এড. মফিজুর রহমান, এড. শহীদুল হক রিটন, এড.রফিকুল হক, এড. শিপন কুমার দে, এড. মাহবুবুল ইসলাম, এড. নেজাম উদ্দীন, এড. এস এম সুজাউদ্দীন, এড. এম.দেলোয়ার হোসেন, এড. আবু নাছের বিন হাসেম, এড. তৌহিদ হোসেন সিকদার, এড. আবুল কালাম আজাদ, এড. মনজুর হোসেন, এড. রাশেদুল ইসলাম চৌধুরী, এড. ফরিদুল আলম, এড. তৌহিদুল ইসলাম, এড.আরিফুর রহমান, এড. ওমর ফারুক, এড. ইমতিয়াজ মাহমুদ চৌধুরী, এড.সাইফুদ্দীন চৌধুরী, এড. ইকবাল হোসেম, এড. জাহেদুল ইসলাম প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ভার্চুয়াল কোর্টে শুধু মাত্র হাজতি আসামিদের জামিন শুনানি হয়। নতুন সি.আর মামলা, যৌতুকের মামলা,নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মামলা, জায়গা জমির বিরোধে ১৪৫ ও ১৪৪ ধারার নিষেধাজ্ঞার মামলা ফাইলিং হচ্ছে না। এছাড়াও মামলার বিচারিক কার্যক্রম, হাজিরা, মামলার সাক্ষী, যুক্তিতর্ক এবং রায়ও হচ্ছে না। ফলে বিচার প্রার্থীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সিভিল কোর্টে নিষেধাজ্ঞাসহ জরুরী কোন শুনানী হচ্ছে না। বলতে গেলে বিচারিক কার্যক্রম, ফৌজদারী ও দেওয়ানী মামলার কাজ পুরোপুরি বন্ধ। তাই একদিকে যেমন বিচার প্রার্থীরা ন্যায় বিচার পাচ্ছেন না, অন্যদিকে বেশিরভাগ আইনজীবীই অনেকটা কর্মহীন।
এই অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত আদালতের কার্যক্রম শুরু করার জন্য পদক্ষেপ গ্রহণে আইন মন্ত্রণালয়, সরকার ও প্রধান বিচারপতির হস্তক্ষেপ চান আইনজীবীরা। এসময় আইনজীবীরা অবিলম্বে আদালতের নিয়মিত কার্যক্রম শুরুর দাবি জানান। অন্যথায় এক সপ্তাহের মধ্যে নিয়মিত আদালত চালু না করলে ভার্চুয়াল কোর্ট বর্জনসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।