সোমবার, ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

সোমবার, ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ সোমবার, ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

দূরবীন ফাউন্ডেশনের উদ্যোগে আইসোলেশন সেন্টারে খাবার সরবরাহ !

জয়নাল আবেদীন আসিফ: করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটময় পরিস্থিতির শুরু থেকেই বিভিন্ন মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দূরবীন ফাউন্ডেশন।

চট্টগ্রামের ৪টি আইসোলেশন সেন্টারে কর্মরত নার্স, স্বাস্থ্যকর্মী এবং রোগী মিলে প্রায় ৪৫০ জনের জন্য খাবার সরবরাহ করেছে।

৪টি হাসপাতাল হল- সিএমপি বিদ্যানন্দ ফিল্ড হাসপাতাল, করোনা আইসোলেশন সেন্টার চট্টগ্রাম, আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতাল, হামিদচর মিনি হাসপাতাল।

দূরবীন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আফজাল সুলতান সাফি বলেন ,আমাদের উক্ত ইভেন্টটি পরিচালনা করেছেন আমাদের ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা জনাব ইকবাল হোসেন। করোনা কালীন সময়ে স্বাস্থ্যকর্মীরা আমাদের যোদ্ধা তারা প্রতিনিয়ত জীবনের মায়া ত্যাগ করে সেবা প্রদান করছেন,তাই আমরা চেষ্টা করেছি আমাদের সাধ্যমতো তাদের পাশে দাঁড়াতে। আমাদের উক্ত ইভেন্টটি উৎসর্গ করছি যারা মহামারি করোনাতে সাহসের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছেন।

সংগঠনের উদ্যোগে করোনা মহামারিতে ঢাকা ও চট্টগ্রাম শাখা মিলে ৭০০ নিন্ম ও নিন্ম মধ্যবিত্ত পরিবারের মাঝে ত্রান পৌছে দেওয়া হয়েছে। পাশপাশি বরিশালে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে সংগঠনের সদস্যরা। এছাড়া করোনা মহামারীর শুরু থেকে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ,জীবনুনাশক স্প্রে করা এসব কার্যক্রমের সাথে সম্পৃক্ত রয়েছে দূরবীন ফাউন্ডেশন।

Facebook
Twitter
LinkedIn
Telegram
WhatsApp
Email
Print